সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
গতকাল সোমবার (৬ অক্টোবর) বাদ মাগরিব স্থানীয় মোরারবাজারস্থ একটি সেন্টারে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত দেওয়ানবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক হাকীম মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে জমিয়তের প্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সাবেক কুয়েত প্রবাসী জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম, সিলেট মহানগর জমিয়তের যুববিষয়ক সম্পাদক রেজাউল করিম এল.এল.বি, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা এনামুল হাসান কলিম প্রমুখ।