সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণসিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-১৬৬৯ এর অর্ন্তভুক্ত মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মহানগরীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানের দাবিতে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে ও মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সংগঠনের ৬নং ওয়ার্ড সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাছ আলী, সাধারণ সম্পাদক লাল মিয়া, ৯নং ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৮নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমান, ২০নং ওয়ার্ড সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ২২নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ২৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ২৫নং ওয়ার্ড সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোছাব্বির আলী, ২৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক শামীম খান, ৩২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ৩৬নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ৩৭নং ওয়ার্ড সভাপতি কাইয়ুম মিয়া, সাধারণ সম্পাদক আনসার আলী, ৩৯নং ওয়ার্ড সভাপতি জগলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ৪১নং ওয়ার্ড সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক রনি মিয়া, শ্রমিক নেতা শহীদ বক্স, বুরহান উদ্দিন, রাজ মিয়া, মিজানুর রহমান। এছাড়াও অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, অসুস্থ পিতা মাতার ঔষধ কিনা ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ব্যবস্তা, মানবিক বিষয় ও যাত্রীসেবা সহ পরিবার পরিজনের কথা বিবেচনা করে ব্যাটারি চালিত রিকসার রোড পারমিট প্রধানের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, রিক্সা শ্রমিকদের বিকল্প কর্মব্যবস্থা করে না দিয়ে হটাৎ করে সিলেটে ব্যটারি চালিত রিক্সা বন্ধ করা অত্যান্ত দুঃখ জনক। সরকার ও প্রশাসন সময়সীমা দিয়ে যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করত তাহলে রিক্সা মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্থ কম হতেন। হঠাৎ করে প্রশাসনের এমন সিদ্ধান্তে শ্রমজীবি দিনমজুর অসহায় মানুষের ব্যপক ক্ষতি হয়েছে। বক্তারা বলেন, সারাদেশে ব্যাটারি চালিত রিক্সা চলছে, কিন্তুু সিলেট চলতে দেওয়া হচ্ছে না। আইন সবার জন্য সমান। কিন্তুু এক জায়গায় এক আইন এইটা বৈশম্য। অনতিবিলম্বে রোড পারমিট দিয়ে ব্যটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা ও আটককৃত রিক্সা ফিরত দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।