সিলেট নগরীকে সারা দেশের জন্য আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবো-খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ণবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে অত্যাচারিত মজলুম দল। বিএনপির উপর গত দেড় দশক ধরে অত্যাচারের স্টিম রোলার চলেছে। কিন্তু এই দল ও দলের নেত্রী বাংলাদেশের মানুষদের ছেড়ে কোথাও যাননি। আমরা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে কোন আপোষ করিনি।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে দেশের অর্থনীতিতে যে লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে সেটা থেকে তুলে এনে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে কাজ করবো। আমরা সারাদেশে বিশেষ করে সিলেটে কলকারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। অবকাঠামোর উন্নয়ন করে সিলেটের পর্যটন শিল্পকে ঢেলে সাজাবো। সিলেট থেকে অনলাইন জুয়া ও তীর খেলাকে চিরতরে নির্বাচনে পাঠাবো, মাদক ব্যবসায়ীদের সিলেট থেকে বিতাড়িত করবো। যারা মার্কেটের সামনে আড্ডা দেয়, ইভটিজিং ও চাঁদাবাজি কওে, তারা সতর্ক না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা সিলেট নগরীকে সারা দেশের জন্য একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, সিলেট ১ আসন বিএনপির জন্য খুবই গুরুত্বপ‚র্ণ। তাই এ আসনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ভোটারদের কাছে ভোট চাইতে হবে বিনয় ও নম্রতার সাথে। তাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে হবে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়‚ন কবির শাহীন।
সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, বদরুল আলম, মকবুল হোসাইন, আব্দুল্লাহ আল মাহমদ খাঁন, তফজ্জুল হোসেন, ফখর উদ্দিন, হাজী আনোয়ার হোসেন, হাজী আফতাব উদ্দিন, সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী, মাহমদ হোসেন রাসেল, মাহবুবুর রহমান মন্তাজ, ছাদেকুর রহমান, সিলেট পলিটেকটিক ইনস্টিটিউট ছাত্রদলের প্রাক্তন সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ ফাহাদ আহমদ দিপু, মহানগর যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ, তাহের আলী সুমন, সাজন চৌধুরী, শাহ আলম আলী, সফিকুল ইসলাম রাসেল, শহীদ আহমদ, শাহীনুর রহমান বাবলু, উসমান গণি কাচন, হুমায়ুন রশীদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান, দপ্তর সম্পাদক শেখ মোঃ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদল নেতা আজিজুল হক, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহীন আহমদ প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
সভায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে মহানগর কৃষকদলের পক্ষ থেকে ফুলের তোড়া দেন মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রাসেল এবং ক্রেস্ট প্রদান করেন যুগ্ম সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ।