রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন-কাইয়ুম চৌধুরী

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণসিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্রের সুরক্ষা আর দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে বিএনপি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় এই বিষয়গুলো পরিষ্কার করে বলা আছে। তিনি বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের সিলেট-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন এর উদ্যোগে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল সহকারে গণসমাবেশে যোগ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন এই গণসমাবেশের আয়োজন করেন।
গোয়াইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কোম্পনীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মানাফ, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আশরাফ আলী মেম্বার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক উস্তার আলী,পূব ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তেরা মিয়া, পশ্চিম ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী,সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াস হোসেন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ, সাধারণ সম্পাদক মুসলিম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল রকিব মেম্বার, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ মছদ্দর আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, সাবেক সভাপতি সামছুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশীদ, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, ছয়াব আলী মেম্বার, বদরুল আলম মেম্বার, তোয়াকুল ইউ/পির সাবেক চেয়ারম্যান উমর আলী, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,বিএনপি নেতা আজিজুল , ইসলাম উদ্দিন মেম্বার, তেলিখাল ইউপি সদস্য আমিনূল ইউপি সদস্য আব্দুস শহিদ, ওয়াড সাধারণ সম্পাদক আব্দুল কাদির,উপজেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম, তাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক একলাছুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ আলী আমজাদ, সদস্য কয়েছ আহমদ,সদস্য গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইন্জাদ, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ,ইমরান আহম্মেদ,ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সদস্য ময়নুল হোসেন, নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।