আধুনিক, উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে: তারেক

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণসিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, বিএনপি সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন যাচ্ছে। বিএনপির মূল লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণ হবে রাষ্ট্রের মালিক, বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিক পাবে মর্যাদা ও নিরাপত্তা। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। তাই একটি আধুনিক, উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষার এই আন্দোলনে একাত্ম হয়ে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। দেশের মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করছে। তাই সকলকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) রাতে ২৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ২৩নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বলেন, জনগণই পরিবর্তনের শক্তি, তাই দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে, দেশের মানুষের ন্যায্য অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। সিলেট মহানগর যুবদলের প্রচার সম্পাদক,২৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ দপ্তর সম্পাদক মো. ইমরান আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল,সহ- সভাপতি প্রানেশ দেব,ময়নুল ইসলাম,মো. নজরুল ইসলাম, মুমিনুর রহমান তানিম,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস,কয়েস আহমদ,শামীম রেজা,খালেদ আহমদ,সাহেল রহমান,সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ খান তাইফুর,মকসুদুল করিম ইমন,মাহফুজুল করিম শিপলু,শাহিন উদ্দিন আহমদ,হোসেন আহমদ,মো.ইকবাল আহমদ মাসুম,দপ্তর সম্পাদক পারভেজ আহমদ,শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ বাপ্পি,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো.মিনার আহমদ,সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.আব্দুল আহাদ,সহ সাংস্কৃতিক সম্পাদকমিলাদ আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক মো. নান্নু মিয়া, ২৩ নং ওয়ার্ড যুবদলের ওশাকিল আহমদ, মোজাম্মেল আহমেদ পাপ্পু,এহিয়া রাজা, মোস্তফা কামাল, ইকবাল আহমদ প্রমুখ।