শিক্ষকরাই জাতি গঠনের স্থপতি তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম–অধ্যক্ষ মো. ফয়জুল হক

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণবিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক প্রাণবন্ত মতবিনিময় সভা বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই দিনে কলেজ মিলনায়তনে এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের স্থপতি; তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমে নয়, তার আদর্শ, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর মাধ্যমে শিক্ষার্থীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকের শিশুরাই আগামী দিনের নেতা, বিজ্ঞানী ও নাগরিক — তাদের গড়ে তুলতে শিক্ষকগণের নিষ্ঠা ও দায়িত্ববোধই সবচেয়ে বড় মূলধন।”
অধ্যক্ষ উপস্থিত সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, “একজন প্রকৃত শিক্ষক কখনো কেবল পেশাজীবী নন, তিনি একজন আলোকদূত। তার একাগ্রতা, সহমর্মিতা ও নৈতিক দৃঢ়তাই শিক্ষার প্রাণশক্তি। শিক্ষক দিবস আমাদের সেই দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নাহিদা খান (প্রাইমারি সেকশন) এবং একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেনসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা। তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষকদের মানোন্নয়ন, আধুনিক শিক্ষা-প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন। শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং ভবিষ্যতেও শিক্ষকসমাজের মর্যাদা ও পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।