ওসমানীনগরে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ণরাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সিলেটের ওসমানীনগরে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ আসর পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বড় হাজীপুর বাজারে এবং বাদ মাগরিব বুরুঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শিব্বির আহমদ ওদুদ ও শাহ এহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সহ-ল কোষাধ্যক্ষ সুহেল আহমদ দলা, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ শফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালিকুর রহমান ছালিক ও তাজুল ইসলাম, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুহিত বাহার, সাধারণ সম্পাদক দুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিব মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা খছরু মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক মখন মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সুเบর আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহিন আহমদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে স্থানীয়ভাবে ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিতে হবে এবং ভোটারদের কাছে যেতে হবে।