গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যুবদল এখনো রাজপথের অগ্রভাগে: এডভোকেট মোমিন

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণসিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকেই অগ্রণী ভূমিকা রেখে আসছে। ৪৭ বছরের এই দীর্ঘ পথচলায় যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামী প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ত্যাগ, ঐতিহ্য ও আন্দোলনকে নতুনভাবে শপথ নেওয়ার দিন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দমন-পীড়ন, গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতনের মধ্যেও যুবদলের নেতাকর্মীরা রাজপথে যে দৃঢ়তা দেখিয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনে জাতীয়তাবাদী শক্তির গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রতিটি উপজেলা ও পৌর যুবদলের মধ্যে সমন্বয় ও ঐক্য তৈরি করা হচ্ছে। আগামী দিনের আন্দোলনে তারুণ্যের শক্তিই হবে পরিবর্তনের প্রধান হাতিয়ার।
তিনি সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকি সাহেবের ভাতালিয়াস্থ কার্যালয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে সকল উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী,আবুল হাসানাত, সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ ১ম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু সহসাধারণ সম্পাদক সাহেল আহমদ, সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল কোষাধ্যক্ষ লিটন আহমদ প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ মৎস্য ও পশুপালন বিষক সম্পাদক মোঃ খায়রুল আলম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বদরুল আলম মহানগর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ মিনার সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী সহ ক্রীড়া সম্পাদক সৈয়দ মজনু মিয়া, জৈন্তা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বাযক মোঃ সুহেল আহমদ, জকিগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বাযক মাসুম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস, সিলেট সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, যুগ্ম আহবায়ক তারেক আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম বাবর আহমদ চৌধুরী, আব্দুল গনি, এম এ হাসানাত জামিল, জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহায়ক রাজন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাদির, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ, রাসেল আহমদ, জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ যুবদল নেতা এনাম উদ্দীন এনাম, কামরুজ্জামান কয়েছ প্রমুখ।