ইসলাম উদ্দীন একজন পরিশ্রমী, সৎ ও সমাজবান্ধব ব্যক্তিত্ব -প্রফেসর নিতাই চন্দ্র চন্দ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ১:০৩ পূর্বাহ্ণসিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ও টিলাগড় ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের উপদেষ্টা প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেছেন, ইসলাম উদ্দীন একজন পরিশ্রমী, সৎ ও সমাজবান্ধব ব্যক্তিত্ব। ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ক্লাবের সদস্যদের মধ্যে তিনি ছিলেন সহযোগিতা ও সৌহার্দ্যের প্রতীক। তার দায়িত্বশীল আচরণ ও ইতিবাচক মনোভাব ক্লাবের অন্যান্য সদস্যদের অনুপ্রেরণা যুগিয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে টিলাগড় ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের সদস্য ইসলাম উদ্দীন এর বিদেশ গমন উপলক্ষ্যে ক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
টিলাগড় ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীনের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমেদ, মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হিমাংশু রঞ্জন দাস, বাবুল চৌধুরী, অসীম কুমার তালুকদার, রিনা তালুকদার, ইমন চন্দ্র দাশ, সাগর বিশ্বাস, ঝুমা পাল, শৈলেন্দ্র মোহন সিংহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে অবস্থান করেও তিনি যেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখেন এবং ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের গৌরব বৃদ্ধি করেন এই প্রত্যাশা সবার। তারা তার আগামীর পথচলায় সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে ভূমিকা রাখবেন বলেন বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইসলাম উদ্দিন বলেন, প্রবাসে থাকলেও ক্লাবের সকলের সাথে যে হৃদতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে। তিনি তার ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার প্রদান করা হয়।