
আগামীকাল ০৮ নভেম্বর ২০২৫ইং রোজ শনিবার সময়: সকাল ১১টায়।
স্থান: হোটেল স্টার প্যাসিফিক কনভেনশন হল,৮ম তলা।
“সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উপস্থিত থাকবেন সিলেট জেলা, সিলেট মহানগর,হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা এবং সুনামগঞ্জ জেলার বর্তমান ও সাবেক নারী জনপ্রতিনিধিগন।
সভাপতিত্ব করবেন:বেগম সেলিমা রহমান আহ্বায়ক,নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য,জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
পরিচালনা করবেন: এ্যাড. নিপুন রায় চৌধুরী সদস্য সচিব,নারী ও শিশু অধিকার ফোরাম।
আয়োজনে: নারী ও শিশু অধিকার ফোরাম।
পঠিত : ৮
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন