মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভা আজ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির সিলেট জেলা ও মহানগর উদ্যোগে এক আলোচনা সভা শনিবার (৮ নভেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
উক্ত সভায় ভাসানী জনশক্তি পার্টির সিলেট জেলা, মহানগর ও সিলেটবাসীকে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য (দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ) তালুকদার মোঃ মকবুল হোসেন।




