শ্রী শ্রী শিববাড়ি মিতালী আবাসিক এলাকায় নবগঠিত উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
শ্রী শ্রী শিববাড়ি মিতালী আবাসিক এলাকার নবগঠিত পরিচালনা উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সিলেট নগরীর রাজবাড়ি মিতালী আবাসিক এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী শিববাড়ি মিতালী টিলার সভাপতি রাখাল দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলুর পরিচলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে গতি আনতেই এই নতুন পরিষদ গঠন করা হয়। নবগঠিত এই কমিটির সদস্যদের পরিচিতি প্রদান ও দিকনির্দেশনা দেওয়াই ছিল সভার মূল উদ্দেশ্য।
উপদেষ্টা ও নব গঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল চন্দ্র দে, শিবব্রত ভৌমক চন্দন, বিশ্বজিৎ দেব রায় বিশু, অরুণ দে, কিশোর ভট্টাচার্য জনি, বিদ্যুৎ দাস বাপন, নির্ঝর রায়, স্নিগ্ধা পুরকায়স্ত, সুব্রত বর্ধন পারত, দেবল রায়, স্বাগত বর্ধন ইমন মনোজ দে, সঞ্জয় সরকার রাখাল, টিপেশ দাস, রেবুল তালুকদার, অনুপ দাস, ঝলক আচার্য, প্রান্তরাজ পুরকাস্ত, বিদ্যুৎ কুমার দে প্রমুখ।
বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানান এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে পরিষদের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা মিতালী শিববাড়ি ও আবাসিক এলাকার কল্যাণে ট্রাস্টের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু নতুন পরিষদের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এই পরিষদ এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং শিববাড়ির ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনতে সহায়ক হবে।
বক্তারা সকলেই নবগঠিত পরিষদের সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




