ধানের শীষের বিজয় নিশ্চিন্তে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে..নজরুল ইসলাম মুনিম
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) নগরীর ছড়ারপাড়স্থ নজরুল ইসলাম মুনিমের বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মুনিম।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মুনিম বলেন, বিগত আওয়ামী লীগ স্বৈরাচার আমলে বিএনপি নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতন ও হয়রানীর শিকার হয়েছিলেন। তারা আমার নামেও কয়েকটি মিথ্যা মামলা দায়ের করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারীর বিদায়ের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জন আকাঙ্ক্ষার সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সিলেট-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নানা ধরনের পরিকল্পনা করছেন। তিনি তার পিতা খন্দকার আব্দুল মালিকের মতোই সিলেটের উন্নয়নে কাজ করবেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে খন্দকার আব্দুল মুক্তাদির এর ধানের শীষের বিজয় নিশ্চিন্তে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে তিনি তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সিলেটের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ছাত্রনেতা নাজির আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাবেক সহ-সভাপতি হাজী আনা মিয়া, সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি কয়েস বক্স, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছড়ারপাড়ের বিশিষ্ট মুরব্বি নিহির মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ, বিশিষ্ট মুরুব্বি হাবিবুর রহমান মজলাই, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, ছড়ারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম দেওবন্দী, হযরত শাহ চট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বশির আহমদ, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন, কামালগড়ের বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া, ছড়ারপাড় জামে মসজিদের কোষাধক্ষ্য আব্দুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সদস্য হাজী মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট মুরব্বি আব্দুস সবুর জালাল, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, বিশিষ্ট মুরব্বি হাজী মোহাম্মদ হানিফ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি প্রাণেশ দেব, সহ-সভাপতি মুমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাশিম জাকারিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, লায়েক আহমদ, সুমন চক্রবর্তী, শরীফ আহমদ, সাইদুর রহমান সনি প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চোরের পর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান দেওবন্দী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহচট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা কায়সার আহমদ।



