শাহজালাল আইসিটি স্কুলে রোটারি ক্লাব সিলেট নর্থের শিক্ষা উপকরণ বিতরণ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মস‚চিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট নর্থের প্রেসিডেন্ট তুহিন আহমদ।
এসময় ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পরীক্ষার বোর্ড, পেন্সিল ও রাবার বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার বলেন, রোটারি ক্লাব শুধু মানবিক সেবাতেই নয়, শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ যোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট নর্থের ভাইস প্রেসিডেন্ট কাজী ওমর ফারুক, পিপি মো. এনামুর রহমান, পিপি চাঁন মিয়া, সদস্য মো. সুম, জাহেদ আহমদ চৌধুরী ও নাসির আহমদ সিরাজী প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হাজী জামাল আহমদ, ওয়াহিদুর রব চৌধুরী, সেক্রেটারি হাফেজ মো. শরীফ উদ্দিন, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির নাহিদ এবং প্রধান শিক্ষক ডা. মো. দুদু মিয়া উপস্থিত ছিলেন।-



