শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি হাফিজ ফখরুল ইসলামের
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শ্রমিকদের সাথে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে শ্রমিক অধিকার আদায়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দুবাগ ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, শ্রমিক কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা, আবাসন সমস্যাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,“শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি। অথচ তারা সবচেয়ে বেশি বঞ্চিত শ্রেণি। আমরা যদি নির্বাচিত হই, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখব। শ্রমিকদের কল্যাণে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি, কারিগরি প্রশিক্ষণ ও উন্নয়নমূলক সহায়তা বাড়ানো হবে, যাতে তারা সুশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
দুবাগ ইউনিয়ন মাইক্রস্টেন্ডের সভাপতি ছমির আহমদের সভাপতিত্বে এবং ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী,
বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান,
বিয়ানীবাজার মাইক্রস্টেন্ড ট্রাক-পিকআপ-ক্যাবার ভ্যান কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,দুবাগ ইউনিয়ন মাইক্রস্টেন্ডের সাবেক সভাপতি শিপন আহমদ,বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ,দুবাগ ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি আবদুল হাফিজ,সাধারণ সম্পাদক হাফিজ উবায়দুল্লাহ,ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আফজল হোসাইন প্রমুখ।
সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন।




