দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে ধানের শীষের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি। গণঅভ্যুত্থানের মুখে পলাতক শক্তি জনগণের ভোটাধিকার বন্ধ করতে চায়, তাদের দোসরদের কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এই দেশবিরোধী চক্রান্ত মোকাবিলা করতে হলে জনগণের একতাবদ্ধ সিদ্ধান্তই একমাত্র শক্তি, আর সেই শক্তির প্রতীক হলো ধানের শীষ। ধানের শীষে ভোট দেওয়া মানেই দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারকে সুরক্ষিত রাখা।তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি দেশের সংকট মোকাবিলার একটি সুস্পষ্ট রূপরেখা। এই ৩১ দফার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহিমূলক প্রশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক–কৃষক–যুবকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আজ ৩১ দফার বাস্তবায়ন সময়ের দাবি।
শনিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ শুধু ভূ-প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়; এগুলো জাতীয় অর্থনীতির জন্যও সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু বছরের পর বছর অবহেলা, অপরিকল্পিত সিদ্ধান্ত ও প্রশাসনিক জটিলতায় এই অঞ্চল তার প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই তিন উপজেলার জন্য বিশেষ টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।যেখানে থাকবে- খনিজসম্পদ উত্তোলনে বৈজ্ঞানিক, পরিবেশবান্ধব নীতি, স্থানীয় শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ, সীমান্তবাণিজ্যের উন্নয়ন,ইকো-ট্যুরিজম ও আধুনিক পর্যটন অবকাঠামো,নদী–বন–পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যদি আমরা উন্নয়নকে টেকসই করতে চাই, যদি শ্রমিক–কৃষক–ব্যবসায়ী–যুবকের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে আমাদের একটাই পথ—ধানের শীষকে বিজয়ী করা। এই প্রতীকই পারে দেশবিরোধী চক্রান্তকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। তাই দেশকে রক্ষা করতে, অধিকার ফিরিয়ে আনতে, উন্নয়নকে সঠিক পথে নিতে এবং সিলেট–৪ আসনসহ পুরো দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে ধানের শীষে ভোট দিতে হবে।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




