বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আব্দুল কাদির সমছুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১:৩১ পূর্বাহ্ণ
বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছুর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ এশা নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকার রোকেয়া জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল সহ সভাপতি মইনুল ইসলাম, সহ সভাপতি মামুন আহমদ মিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি লিটন আহমদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খাঁন, সহ আইন বিষয় সম্পাদক, রেজাউল করিম, যুবদল নেতা মুমিন আহমদ, নাজিম আহমদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা শফিকুল হাসান সুজন, রিমন আহমদ ও নিরাত আহমদ, সিলেট মহানগর যুবদল নেতা জুয়েল আহমদ সেকু, যুবদল নেতা সুজন আহমদ, ইমন আহমদ, ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ (তপু), ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব হান্নান, যুগ্ম আহবায়ক সাজ্জাদ নুর, সদস্য সহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
দোয়া মাহফিলের পূর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দেশের কোটি মানুষের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। আজকের এই দোয়া মাহফিল আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং দলীয় ঐক্যের প্রকাশ। তাঁর সুস্থতার জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাই।




