ইসির নিবন্ধনে জনতার দলের উচ্ছ্বাস, সিলেটে কেক কেটে আনন্দ উদযাপন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ২:০১ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে নবগঠিত রাজনৈতিক দল ‘জনতার দল’। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিবন্ধন পাওয়ার খবরে দেশের সকল জেলা ও উপজেলায় যেমন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, তেমনি সিলেটেও দলীয় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এসময় সিলেটের নেতৃবৃন্দ দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আযম খান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নেতৃত্বের সঠিক দিকনির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘জনতার দল’ শক্ত অবস্থান তৈরি করবে বলে তারা আশাবাদী।
নিবন্ধন উদযাপন উপলক্ষ্যে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট কোতোয়ালি থানার আহবায়ক আবদাল হোসেন আফজল, জৈন্তাপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দু রব, আলম মিয়া, রুমাদ আহমেদ, সুনাফর আলী, নাজির মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলটির নেতারা বলেন, জনতার প্রত্যাশা পূরণে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতেই ‘জনতার দল’ মাঠে নেমেছে।




