সিলেটে অ্যাডভোকেট জামানের আয়োজনে খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বাদ এশা নগরীর টিলাগড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সার্বিক ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এই মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন টিলাগড় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী। মোনাজাতে বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের এক আপোষহীন প্রতীক। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
অনুষ্ঠানে সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।




