সিলেটের দলদলি চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ লক্ষ টাকার ক্ষতি
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
সিলেটের দলদলি চা বাগান এলাকায় এক চা শ্রমিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল প্রায় ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে তাদের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়।
অগ্নিকাণ্ডে ভষ্মিভূত বাড়িটির মালিকের নাম সর্বন দাস (৩৮)। তিনি পেশায় একজন চা শ্রমিক ছিলেন বর্তমানে তিনি ইতালিতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চা শ্রমিক হিসেবে দীর্ঘদিন কাজ করা সর্বন দাস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ আগুন দেখে ছুটে এলেও ততক্ষণে আগুন দাউদাউ করে পুরো ঘরটি গ্রাস করে ফেলে। আগুনে সর্বন দাসের বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।




