ওসমানীনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন।
গতকাল বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন,অধ্যাপক ও প্রভাষকবৃন্দ—কৃপা সিন্ধু দেব, নিশেন্দু পোদ্দার, অপর্ণা চৌধুরী, ইব্রাহিম কয়েছ, তাবসী ধর, ইমাম হোসেন, রুহুল আমিন, মো. মোজাম্মেল হক মৃধা, অর্জুন দেব, তারেক আহমেদ কাওছার, তোহিদুল ইসলাম, অজিত দাস, সাইদুল ইসলাম, সুফিয়া ভুঁইয়া, সাবরিনা জাহান, দিলীপ কুমার চক্রবর্তী, গোলাম মোস্তফা প্রমুখ।
প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে দৌড়, লংজাম্প, বসে আঁকো, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্যসহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




