জাতীয় নির্বাচনের দিন সিলেট বিভাগকে স্বায়ত্বশাসনের জন্য গণভোট আয়োজনের দাবী-সিলটি পাঞ্চায়িতের
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ
সিলেট বিভাগকে স্বায়ত্বশাসনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবীতে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মুন্সিপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, সদস্য বাহাউদ্দিন বাহার, বদরুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দীন আহমদ চৌধুরী বলেন, সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক বৈষম্যের শিকার। উন্নয়ন, সম্পদের বণ্টন, অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সিলেটকে বারবার উপেক্ষিত করা হয়েছে। তাই জনগণের মতামত জানতে গণভোটই হতে পারে সর্বোত্তম উপায়। তিনি আরো বলেন, সিলেটের স্বার্থ রক্ষায় স্বায়ত্তশাসন এখন সময়ের দাবি। জনগণ যদি আগামী নির্বাচনকে গণভোটের সুযোগ হিসেবে দেখতে পারে, তবে সিলেটের ভবিষ্যৎ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সভায় বক্তারা স্বায়ত্তশাসনের দাবিকে গণমানুষের দাবি বলে অভিহিত করেন এবং শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন




