বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে সিলেট জেলা নেতৃবৃন্দ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ আওতাধীন ১৮টি উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী-এর নেতৃত্বে জেলা ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।



