মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালি সোমবার (আজ)
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির উদ্যোগ এক বর্ণাঢ্য র্যালির অনুষ্ঠিত হবে।
উক্ত র্যালিকে সফল করার লক্ষ্য মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানার আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে নিয়ে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে উপস্থিতি এবং ১৬ই ডিসেম্বর জিন্দাবাজার সিতারা ম্যানশনের সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
উভয় কর্মসূচীতে যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।




