শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর পরিচালনায় গত শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় কমিটির নেতৃবৃন্দরা বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে ভুয়া ও মিথ্যা তথ্য পরিবেশন করে সিলেটের স্বনামধন্য রাজনীতিবিদ ও সিলেট সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ও আখড়া পরিচালনা কমিটির সদস্য শ্রী সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং সিলেটের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় অবৈধ দখলদার জিতেন চন্দ্র নাথ ও তার ছেলে রাহুল দেব নাথগং মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যে প্রনোদিতভাবে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এই সকল মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শ্রী শ্রী রাধা গোবিন্দু জিউর আখড়ার দেবতা কালীঘাটস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় নিত্য সেবাপূজা পরিচালিত হচ্ছে। বিগত ২০২২ সালের আগস্ট মাসে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে শ্রী মন্দির, নাট মন্দির, ভোগ মন্দির, সেবাইত নিবাস সহ নির্মাণ কাজ পরিচালনার সুবির্ধার্থে আখড়ার দেবতা বিগ্রহ শ্রী শ্রী জগন্নাথ জিউ আখড়ায় স্থানান্তর করা হয়।
বর্তমানে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ার উন্নয়ন কাজ অসম্পূর্ণ থাকায় পূর্ব নির্ধারীত১২/১২/২০২৫ইং তারিখে বিগ্রহ পূনস্হাপনের অনুষ্ঠান পন্ডিত মন্ডলির নির্দেশনায় স্থগিত করা হয়েছে । শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ার ১৯৫৬ইং সনে এস এ রেকর্ড প্রাপ্ত ও বিএস রেকর্ড এর মাঠ পর্চা নির্ধারিত জায়গা বা ভূমি দেবতার সম্পত্তি হিসেবে রেকর্ডকৃত রয়েছে। আখড়া পরিচালনা কমিটি কর্তৃক দেবতার এক ইঞ্চি পরিমাণ সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তর করা হয় নাই।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কর্তৃক মন্দিরের পূজা অর্চনা বন্ধ রাখা কোন ঘটনা ঘটে নি। প্রকৃত পক্ষে জিতেন চন্দ্র নাথ ও তার ছেলে রাহুল দেবনাথ, জিতেন চন্দ্র নাথের ভাই দীপক দেবনাথ গং অবৈধ ও বৈআইনীভাবে দেবোত্তোর সম্পত্তি জোর বলে দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা মির্নাণ করে এবং পরিচালনা কমিটির উপর মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করে আসছে।
প্রতিবাদ সভায় বক্তারা এই অবৈধ দখলদার ও মিথ্যা অপপ্রচারকারী, মামলাবাজ জিতেন চন্দ্র নাথ, রাহুল দেবনাথ, শান্ত দেবনাথ, স্মৃতি রানী নাথ ও দীপক দেবনাথ গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন, কৃপেষ পাল, মলয় পুরকায়স্থ, রাজিব কুমার দে রাজু, নিতাই পাল, অমিত দে, অনিমেষ মজুমদার, ঝলক আচার্য প্রমুখ।




