ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
মোঃ সামছুজ্জামান ফরহাদ,ওসমানীনগর প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
সিলেটের ওসমানীনগরে চালকে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দূরবৃত্তরা। রবিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদী থেকে খুন হওয়া সিএনজি চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খুন হওয়ায় সিএনজি চালক উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা(গাংপাড়) গ্রামের আশরাফ আলীর পুত্র শিপন আহমদ(২৫)। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে ভাড়ায় চালিত রেজিষ্টেশন বিহীন সিএনজি নিয়ে বের হলে আর বাড়িতে ফিরে আসেননি শিপন আহমদ। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে ভাড়ায় অটোরিকশা নিয়ে বেগমপুর চাতলপাড় রাস্তায় কোন এক সময় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায় দূরবৃত্তরা। চালকের অনিহা থাকায় তাকে হত্যা করে কেশবখালী নদীর পাশে লাশ ফেলে অটোরিকশা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। রবিবার সকালে নদীর পারে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের মুখের বামপাশে কানের নিচে এবং বুকের বাম পাশে দুইটি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করে ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্থুতি নিচ্ছেন নিহতের পরিবার। খুন হওয়া শিপন আহমদ ৮ মাসের কন্যা সন্তানের জনক।
শিপন আহমদের বড় বোন শাবানা বেগম বলেন, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শিপনের মোবাইল ফোনে যোগাযোগ করলে শিপন জানায় ভাড়ায় দূরবর্তী স্থানে যাচ্ছে। এর ১০ মিনিট পর আমার মালিকানাধীন সিএনজি চালক আলাউদ্দিন শিপনকে ফোন দিলে অন্যব্যক্তি ফোন রিসিভ করে পরে কথা হবে বলে ফোন বন্ধ করে দেয়। পর থেকে শিপনের সাথে যোগাযোগ করতে পারেনি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মোরশেদুল হাসান ভূইয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটনাতে পারে দৃরবৃত্তরা। পুলিশ হত্যাকন্ডের রহস্য উধঘাটনে কাজ করছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।



