তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়-ইমদাদ হোসেন চৌধুরী
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তাঁর নেতৃত্বে এদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় এদেশের লাখো জাতীয়তাবাদী কর্মী ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করেছেন। তার জন্য এদেশের মানুষের ন্যায় প্রতিটি জাতীয়তাবাদী কর্মী অধীর আগ্রহে রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রোববার সন্ধ্যায় মহানগরীর শাহপরান গেইটে সিলেট-১ আসনের জোন-৫ এর উদ্যোগে বিশাল আনন্দ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়জু, ৩৩ নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজুল, ৩৪ নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি সালেক আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, সিলেট মহানগর ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বেলাল আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা শাহেদ, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব গৌছ উদ্দিন পংকী, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক মেম্বার নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, খায়রুল ইসলাম, দেলোয়ার হোসেন খান এনাম, হিমেল আহমদ, জমির আহমদ, জামাল আহমদ, রুহুল আম্বিয়া, আব্দুল মালেক, শাহেদ আহমদ, আব্দুল খালেক প্রমুখ।




