স্মার্ট ও কর্মদক্ষ নতুন প্রজন্ম গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই-অধ্যাপক ড.মো.নিজাম উদ্দিন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে কারিগরি শিক্ষাই পারে তরুণ সমাজকে বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তুলে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় শিক্ষার্থীদের কেবল সনদনির্ভর না হয়ে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এবং এসেট প্রকল্পের অর্থায়নে চাকরি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সরকার কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনষ্টিটিউট গুলোতে গুনগত মানের পাঠদান। আর সেক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার) মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স) ফখরুল ইসলাম চৌধুরী, টুইন অটোমোবাইল স্কুলের কো-ফাউন্ডার মো. নুরুল হুদা, লার্নিং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার ও ডাইরেক্টর মো. কামরুজ্জামান, ভি-টিউটর এর এডমিন মো. ফারুক হোসেন প্রমুখ।
উক্ত চাকরি মেলায় ২৮টি প্রতিষ্ঠানে প্রায় ৬ শতাধিক তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১৩ জন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি লাভ করেন।এছাড়াও প্রায় দেড় শতাধিক তরুণ-তরুণীদের চাকুরি পাওয়ার সুযোগ রয়েছে বলে জানান আয়োজকরা।
এদিকে, চাকুরি মেলার সমাপনী অনুষ্ঠানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইকবাল চৌধুরী, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শুয়াইব আহমেদ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য দিনব্যাপী এই চাকুরি মেলায় অনলাইনে রেজিষ্ট্রেশন ৪৪২ জন এবং সরাসরি রেজিষ্ট্রেশন করেন ২৪৬ জন। সর্বমোট ৬৫৭ জন চাকুরি প্রার্থী ঐ চাকুরিমেলায় আবেদন করেন।




