তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে আনন্দ র্যালি
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিলেট কন্যা ডা. জোবায়দা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেটে আনন্দ র্যালি বের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সাবেক ছাত্রনেতা চৌধুরী মুহাম্মদ সুহেল এর নেতৃত্বে আমরা সিলেটবাসীর ব্যানারে মিছিলটি আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
চৌধুরী মুহাম্মদ সুহেল এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান রিপন এবং মেহেরাজ ভূঁইয়া পলাশ এর যৌথ পরিচলনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক নৌ বাহিনীর কর্মকর্তা এনামুল হক, নজরুল ইসলাম পাঠান, প্রিন্সিপাল আমির উদ্দিন পাবেল, শেখ খালিদুর রহমান সাইদ, শিহাব উদ্দিন আহমেদ (শিহাব), সাঈদ রাব্বনী চৌধুরী (সুজন), আতাহার হুসেন টুটুল, জাবেদ খান, সালেহ আহমদ চৌধুরী, তাজুল ইসলাম সুমন, কবির হোসেন, রাকিবুল হাসান হারুন, সাদেকুর রহমান বাচ্চু, সোহানুর রহমান সোহান, আব্দুল বাছিত, রুহুল আমিন, শামসুর রহমান, আক্তার হোসেন, জাবেদ হোসেন, তাজুল ইসলাম তাজ, হুমায়ুন কবির সুবাষ, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম রিপন, রুমেল আহমদ, আব্দুল্লাহ খান মিজান, আব্দুল হাকিম পারভেজ, মাইনুল ইসলাম, পাবেল হোসেন, আলী রিয়াজ, হুমায়ুন আহমেদ, জাওয়াদ কুরেশী, আনিছুর রহমান হিমেল, রনি আহমেদ, মাজহারুল ইসলাম জুনেদ, হিমেল আহমেদ রাফি, রাহাত হোসেন পাপ্পু, নাসির আহমেদ, সাকিব আহমেদ, রিপন আহমেদ, মেহমেদ পাঠান প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা বলেন, এই প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।




