রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সভাপতি আজিজ, সাধারণ সম্পাদক লিটন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহি রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল আজিজ (লয়লু) এবং সাধারণ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্ধিতায়) লিটন আহমদ ও কোষাধ্যক্ষ পদে তমাল চৌধুরী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ঐতিহ্যবাহি মার্কেট রাজা ম্যানশনের তৃতীয় তলায় এ দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সমিতির কার্যনিবার্হী ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে সেতাব উদ্দিন খান, সহ-সভাপতি ১ মোহাম্মদ আবুল লেইছ, সহ-সভাপতি ২ মোঃ সায়েম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সাজু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আল-আমিন, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সসদ্য পদে মোঃ আব্দুল আহাদ শাওন, আব্দুল্লাহ আল মামুন, তাওহিদ আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, মোঃ সুহেল আহমদ, জুবায়ের আহমদ।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল বশর, সদস্য সচিব তৈয়বুর রহমান নানু, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল লতিফ, মাহবুবুল আলম মিলন, গুলজার আহমদ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মোট ১২৮ ভোটের মধ্যে ১২৪জন ভোট প্রদান করেন।




