সিলেটে ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৫-এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট ভেন্যুতে জেলা ক্রীড়া অফিস, সিলেট-এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোল্ডেন বয় খ্যাত ফুটবলার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহাজ উদ্দিন টিপু, ফুটবল কোচ সালাউদ্দিন রাজু, ফুটবল কোচ রাজিব আহমেদসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা।
বাছাই কার্যক্রমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সিলেট জেলার নিবন্ধিত ফুটবল একাডেমি এবং বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়ন সম্ভব।
অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক এই বাছাই কার্যক্রম ভবিষ্যৎ জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলে। সরকার ও ক্রীড়া পরিদপ্তর নিয়মিতভাবে ক্রীড়া উন্নয়নে কাজ করছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ সৃষ্টি করছে। সবশেষে তারা অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।



