সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ণ
সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক হাসপাতালের স্বপ্নদ্রষ্টা মইনুল বাকর।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের কাছে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বালাগঞ্জ, দক্ষিন সুরমা ও ফেঞ্চুগঞ্জের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর বলেন, ক্যাডার ভিত্তিক রাজনীতি ও বিভেদের রাজনীতি ভুলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী করতে সাধারণ মানুষ সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, শরীফ ওসমান হাদীর ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
এসময় মইনুল বাকরের সাথে উপস্থিত ছিলেন বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণসুরমার নানা প্রান্তের শতাধিক সমর্থক।
এদিকে, নিজেদের পছন্দের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা দানের পর উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাজুড়ে।




