সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ণ
ভোটাধিকার হরণ করা রাতের ভোটের বদলা নিতে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবানের মধ্য দিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী নেতা-কর্মীদের ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ‘২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়েছিলাম। কিন্তু রাতের ভোটে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই নির্বাচনে মাত্র ২ ঘণ্টায় এক লাখ ৮ হাজার ৮৯ ভোট পেয়েছিলাম। ভোটাধিকার হরণের বদলা নিতেই এবার ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাতি আসফাক আহমদ চৌধুরী সহ- সভাপতি কিবরিয়া আহমদ সহ-সভাপতির কফিল উদ্দিন, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি কলিম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সেনাম উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা বিএনপির জাকির আহমদ,দারা আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজান আহমদ, রাহাদ চাকলাদার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ছারয়ার আহমদ সাব্বির আহমদ রেজাউল করিম,টিপলু আহমদ,রুহুল আমিন, মহসিন আহমদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নাছির উদ্দিন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ,যুগ্ম আহবায়ক অলিউর রহমান, যুগ্ম আহবায়ক আলি আহমদ, সাইফ খান, মারজান আহমদ তানজিম শাকিল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল,পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান,যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, বৈদেশিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, সহশ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, মিজাউর রহমান সামু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল,যুবদল নেতা ফয়সল আহমেদ ও জামিল আহমদ,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অলিউর রহমানসহ অসংখ্য নেতাকর্মী।




