দেশজুড়ে শোকের ছায়া:আপসহীন গণতন্ত্রের জননীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ২:১৮ পূর্বাহ্ণ
বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপসহীন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তাঁর সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ আবদান রেখে ছিলো, যা অবিস্মরণীয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাঁর ব্যবহারিত ফেইসবুকে তিনি লিখেন ‘একটি নাম একটি অধ্যায়, আপসহীন গণতন্ত্রের জননী, যা কখনো মুছে যাবে না বাঙালির হৃদয় থেকে। সমগ্র জাতি শোকাহত, আমরা শোকস্তব্ধ। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন’।




