আবারও শত মানুষের মুখে হাসি ফুটালু মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি। আজ ২ জানুয়ারি রোজ শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরীর বালুচর এলাকায় নববর্ষ উপলক্ষে বৃদ্ধ ও ছোট শিশুদেরকে প্রথম পর্বে শিশু খাদ্য ও ২য় পর্বে লটারির মাধ্যমে তিন শিশুকে পুরুস্কার পরে ১০০ বৃদ্ধা ও শিশুকে শীতের সোয়েটার উপহার প্রদান করা হয় তাদের হাতে।
এসময় মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় কোরআন তিলাওয়াত করেন সহ-সভাপতি হাফিজ মুনসুর আহমদ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন,প্রধান বক্তা ও সোসাইটির উপদেষ্টা আশিক চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক সোসাইটির উপদেষ্টা লন্ডন প্রবাসী আনোয়ার মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহেদ আহমদ, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ মোহাদ্দিছ,বক্তব্য রাখছেন সিলেট টু কানাডা ব্যুরো অফিস সাংবাদিক এম এ ওয়াহিদ।
ও সাবেক সেনাকর্মকর্তা রইছ আলী,ব্যবসায়ী সাঈদ আলী।
এছাড়া বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফিজ মুনসুর, সুলতান আহমদ চৌধুরী,তফন কুমার শাহা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
উপস্থিত ছিলেন, সহ-সভাপতি লুৎফুর রহমান শিকদার, অর্থ সম্পাদক শামিম মিয়া,মহিলা বিষয়ক সম্পাদিকা রিয়া আক্তার, সদস্য সজিব আহমদ প্রমুখ।
শেষে ধর্ম-বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল আব্দুস সালাম এর মোনাজাত এর মাধ্যমে অনুষ্টান এর সমাপনি হয়।




