বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সিলেট মহানগর ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নগরীর চৌকিদেখি জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান।
মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিলেটে ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মাটি ও মানুষের নেত্রী। তিনি আজীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। দেশে আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা গেলে বেগম জিয়ার স্বপ্ন পূরণ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শাসকরা জনগণের জন্য কাজ করবেন, আইনের শাসন নিশ্চিত করবেন এবং সাধারণ মানুষের জীবন সহজ করবেন। আগামীতে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেলে এটাকে পরকালের জন্য পাথেয় হিসেবে গ্রহণ করে কাজ করবো ইনশাআল্লাহ।
মাহফিলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই ও জনগণের অধিকার রক্ষার নিরন্তর সংগ্রামে তিনি কখনো আপোষ করেননি। আজ তাঁর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুৎফুর চৌধুরী, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুর ছত্তার সরদার, যুগ্ম আহবায়ক মো. বাচ্চু মিয়া তালুকদার, মো. হারুন, বিকাশ দেবনাথ, আনিস রহমান ও সুলতান মিয়া, সদস্য সচিব আব্দুর রহিম নাজিম, সদস্য মো. লাবলু মিয়া, হায়দার আলী, আবিদ হোসেন, কবির আহমদ, মো. নজরুল ইসলাম মো. কাসেম মিয়া, মামুন হোসেন, জুয়েল বক্স, মো. পংকি মিয়া, মো. ফুলশাদ মিয়া, মনির হোসেন, মো. ইউসুফ, মো. জাহাঙ্গীর, মো. আব্দুস সাত্তার প্রমুখ




