সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আরিফুল হক চৌধুরী মনোনয়পত্র বৈধ ঘোষণা
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ শনিবার (৩ জানুয়ারী-২০২৬) সকালে মনোনয়পত্র যাছাই বাছাই শেষে মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
মনোনয়পত্র বৈধ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, শুরুতে আমি মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করছি। মনোনয়পত্র ঘোষণার মাধ্যমে আমার নির্বচানী এলাকা গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের মানুষের আশা-প্রত্যাশা স্বপ্ন পুরণের বাস্তবায়ন একধাপ এগিয়ে গেল।
তিনি বলেন, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী, এদেশের মাটি ও মানুষের প্রাণ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বছরে শান্তি-সমৃদ্ধশালী, নতুন বাংলাদেশ দেখবে মানুষ।
ইনশাআল্লাহ আমার নির্বাচনী ৪ আসনের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই এলাকার উন্নয়নকে তরান্বিত করতে ধানের শীষকে বিজয়ী ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। সিলেটসহ গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি




