নাম বদলের গল্প জানালেন কোয়েল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের কন্যা তিনি। তার এই নামেই পেয়েছেন জনপ্রিয়তা, সফলতা ও দর্শকের ভালোবাসা। কিন্তু কোয়েল মল্লিক নামটি আসলে তার জন্মনাম নয়। তার আসল নাম রুক্মিণী মল্লিক। তার এই নাম পরিবর্তনের ঘটনায় জড়িয়ে আছেন একজন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই এই কথা জানান। তিনি বলেন, আমার প্রথম সিনেমা ছিল ‘নাটের গুরু’; যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। কোয়েল নামটা যেহেতু ডাকনাম হিসেবে ব্যবহার করা হয়, তাই তিনি ভেবেছিলেন এটাই আমার আসল নাম।
আমাকে জিজ্ঞাসা না করেই তিনি সিনেমায় আমার নাম কোয়েল দিয়েছিলেন। তারপর থেকে এই নামটাই থেকে গেছে। কিন্তু আমার আসল নাম রুক্মিণী মল্লিক। স্কুলের সব নথিতে এই নামটাই ছিল। তবে অনেকের মতে, শুরুতেই যদি তার আসল নাম ব্যবহার হতো, তাহলে রুক্মিণী মৈত্রকে হয়তো একদিন নিজের নাম বদলানোর কথা ভাবতে হতো। উল্লেখ্য, বর্তমানে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ ছবিটি বড় পর্দায় ভালোই সাড়া ফেলেছে। তার আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে আবারো বড় পর্দায় অভিনয় করেছেন তিনি।




