নগরীর ৩৫ নং ওয়ার্ডের হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ। দেশে চলছে প্রচন্ড শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি।
চলতি শীতে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি পক্ষ থেকে প্রায় ৭ শত মানুষের মধ্যে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় গতকাল সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা শাহানপুর এলাকায় কাজী সজিব আহমদ এর সার্বিক সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়।
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহ সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু তপন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ন কবির শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে বাবু তপন কুমার সাহা বলেন,আগামীতে সিলেট মহানগরের ৪২ টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার আশা প্রকাশ করেন। মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি আগামী রমজান মাসে ইফতার মাহফিল এর আয়োজনসহ ও উপহার সামগ্রী বিতরণ করার আশা প্রকাশ করেন।
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি প্রতিটা সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান প্রধান বক্তার বক্তব্যে বলেন,প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, এতিম খানা ও অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে। দেশের যেকোন দূর্যোগে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায়দের ঘর নির্মাণ সহ তাদের যেকোন প্রয়োজনে তারা পাশা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন,মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি কার্যক্রম আমি যতই দেখছি আমি দিন দিন এই সোসাইটির প্রতি আমার ভালবাসা বাড়ছে। আমি সংঘটন এর কার্যক্রমে মুগ্ধ, আমি এরক সকল সামাজিক সংঘটন ও বৃত্তবানদের প্রতি আহ্বান জানাই সবাই যদি মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির মত গরীব দুঃখী অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসি তাহলে আমাদের সমাজের অসহায় মানুষের কষ্ট দুর হবে ও তাদের মুখে আমরা হাসি দেখতে পারবো। তিনি সবাইকে তাদের পাশে থাকার জন্য ধনীব্যক্তি ও বৃত্তবানদেরকে অনুরোধ জানিয়েছেন।
অনুষ্টান এর শুরুতেই মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় কোরআন তিলাওয়াত করেন সহ-সভাপতি লুৎফুর রহমান শিকদার।
দোয়া পরিচালনা করেন সিনিয়র সদস্য সজীব আহমদ তালুকদার।




