খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইজিবাইক মালিক সমিতির দোয়া মাহফিল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক সমিতি, সিলেট মেট্রোপলিটনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্ধকার আব্দুল মুক্তাদির। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। তার নেতৃত্বে বিএনপি বারবার জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করেছে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার শপথ নিচ্ছি। তিনি আজীবন সাধারণ মানুষের পাশে ছিলেন, বিশেষ করে শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন সোচ্চার।
ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক মালিক সমিতির আহবায়ক রায়হান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ দানিশ আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক সদস্য সচিব মোঃ আফছর খান, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, সহ মেট্রোপলিটন এরিয়ার সর্বস্তরের ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এতে মোনাজাত পরিচালনা করেন জজ কোর্টের ইমাম।




