দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জন্য জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে-মাওলানা লোকমান আহমদ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় প্রয়োজন ন্যায়, ইনসাফ এবং সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। সমাজে বিরাজমান দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম ও শোষণ থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব। এজন্য জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামায়াতে ইসলামী জনগনের কল্যাণে কাজ করবে।
তিনি গত বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় জনসাধারণ, সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে সাধারণ সভা প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন ডা. আব্দুল কাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিশে শূরা সদস্য ও দক্ষিন সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সিলাম ইউনিয়ন জাময়াতের সেক্রেটারি মুজাম্মিল আহমদ, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান সায়মন, প্রবীণ জামায়াত নেতা সিরাজ উদ্দিন শাহ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ জালাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি শাহ আব্দুল গফফার, জামায়াত নেতা মাহবুব হোসেন বক্ত, আব্দুল মতিন শাহিন, মো. চান মিয়া, আজহারুল ইসলাম, ইয়াসিন আরাফাত আনসার, বাবলু আহমদ টিপু, গোলাম হোসেন অপু, ইয়াসিন জালাল, শাহ সায়েম উদ্দিন প্রমুখ।




