ডাক্তার মানেই অসুস্থ অসহায় মানুষের আস্থার প্রতীক। অনেক মানবিক হৃদয়বান ডাক্তার রয়েছেন আমাদের দেশে। যখন কোনো গরিব অসহায় রোগী এসে বলেন- অমুক ডাক্তার সাহেব খুব যত্ন করে দেখেছেন, ফ্রি ওষুধ দিয়েছেন, আবার সমস্যা হলে ফোন করে জানাতে বলেছেন। তখন আপনা থেকেই তাঁর বা তাঁদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জাগ্রত হয় হৃদয়ের গভীরে।
এমনই একজন মানবিক অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুস সামাদ আজাদ। স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত।
মানবসেবার মহান ব্রত থেকেই চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অধ্যাপক মোঃ আব্দুস সামাদ আজাদ। তিনি মনে করেন অর্থ উপার্জন করাই সফলতা নয়, বরং একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারলেই আসল স্বার্থকতা।
ছাত্রজীবন থেকেই ভীষণ মেধাবী ছিলেন ডা.মোঃ আব্দুস সামাদ আজাদ।
আজ ৯ জানুয়ারি রোজ শুক্রবার সকাল ১১টায় নগরীর বালুচরে অধ্যাপক ডা.মোঃ আব্দুস সামাদ আজাদ এর বাসায় এম এম এ এইচ এন্ড কে ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমান, আল-হাদী ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ও ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ মুনসুর আহমদ, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য জাবেদ, আবু রায়হান প্রমুখ।
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমান বলেন,অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুস সামাদ আজাদ এর সাফল্য ও তিনির মহৎকর্মের কাজ আমাদের চোখের সামনে। নিজের পেশার সঙ্গে সম্পূর্ণরূপে সুবিচার করেছেন তিনি।
এছাড়া তিনি এতবড় একজন ডাক্তার হওয়ার পরেও নেই কোন অহংকার নেই কোন রাগ মানুষের সাথে সুন্দর আচরণে মুগ্ধ সবাই।
অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুস সামাদ আজাদ এর ডিগ্রি, এম বি বি এস এফসিপিএস সার্জারি। এম এস কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারি। এম, আর, সি, এস ইংল্যান্ড অধ্যাপক সার্জারি।এবং প্রাক্তন সহযোগী অধ্যাপক এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।স্পেশালিস্ট ভাসসকুলার সার্জন দা রয়েল লন্ডন হসপিটাল,ইংল্যান্ড।
বালুচর নতুন বাজারে দীর্ঘদিন যাবত গরিব অসহায় দোস্তরোগী কে ফ্রি চিকিৎসা দিতেন। এম সি কলেজ, কৃষি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ ও মডেল স্কুলের স্টুডেন্টদেরকে ফ্রি চিকিৎসা দিতেন। এছাড়া বালুচরের অসহায় গরিব ও বাগানি মানুয়দেরফ্রি চিকিৎসা দিতেন।
সাবেক টুলটিগর ইউনিয়ন বর্তমান সিলেট নগরীর ৩৬নং ওয়ার্ড এর সর্বস্তরের মানুষের কাছ থেকে ফি ২০টাকা থেকে ২০০ টাকা নিয়ে রোগী দেখতেন নিজ এলাকা বালুচরে। তিনি ২০০২ সাল থেকে রোগীদের এ সেবা দিয়ে এসেছেন।
পঠিত : ১৭৭
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন