নিরাপত্তার জন্য জিডি করলেন মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
সিলেট মহানগর বিএনপির আওতাধীন মোগলাবাজার থানার সদস্য সচিব জামাল আহমদ নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন ৯জানুয়ারি শুক্রবার। সাধারণ ডায়েরিতে নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও সর্বশেষ তাহার বাড়িতে গিয়ে হত্যার হুমকির অভিযোগ করেছেন তিনি।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর দক্ষিণ পাড়ার মৃত জহির মিয়ার ছেলে আলাউদ্দিন, আতাউর রহমান কালাই এর ছেলে ইমন আহমদসহ অজ্ঞাতনামা কয়েকজন মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব ও একই এলাকার বাসিন্দা জামাল আহমদ কে নির্বাচনী কাজে বাঁধা প্রদান, গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করে আসছে। এরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে সাধারন ডায়েরিতে উল্লেখ করেন বিএনপি নেতা জামাল আহমদ।
তিনি উল্লেখ করেন, ৯ই জানুয়ারি বিকাল ২টার দিকে আলাউদ্দিন ও ইমন আহমদসহ অজ্ঞাতনামা কয়েকজন বিএনপি নেতা জামাল আহমদ এর বাড়িতে গিয়ে হত্যার হুমকি প্রদান করে। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।




