বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার শান্তি কামনায় সুবিদবাজার জিউর মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার শান্তি কামনা করে সুবিদবাজার জিউর আখড়া মন্দিরে শুক্রবার বিকালে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মন্দিরে প্রার্থনা শেষে সিলেট ১আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির মনিপুরী সম্প্রদায়ের মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এন এম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এল নন্দলাল সিংহ এর সভাপতিত্বে সিলেট বেতারের উপস্থাপক বিনতি দেবী এর পরিচালনায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেট সম্প্রীতির দেশ, মনিপুরী সম্প্রদায় সিলেটের ঐতিহ্যের বড় একটি অংশ, মনিপুরী সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ করে বিশ্বের কাছে তুলে ধরা হবে। সিলেটকে ঢেলে সাজানো হবে, এখানে সকল ধর্মের বর্নের অবকাঠামো সহ সামগ্রিক উন্নয়ন সাধন করা হবে। সিলেটে নতুন কর্মসংস্থান গড়ে তুলা হবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ সভাপতি ও হিন্দু , বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুদীপ সেন বাপ্পু, ৭নং ওয়ার্ডের সহ সভাপতি এম মখলিছ খান, ডাঃ বাবলি দেবী সিনহা, প্রেমানন্দ সিংহ, রাজন পাল, বিপ্লব সিংহ, রাজন দাস, সুমন দাস, শংকর সিংহ, নরত্বম সিংহ বাবলু, তপন সিংহ, রনজু সিংহ, রানী বেগম, সুবনা দেবী, লক্মী দেবী, নিবাস সিংহ, নিখিল সিংহ, নিপুন সিংহ, স্বপন সিংহ, সখি দেবী, ললিনী দেবী, প্রনতি পাল, অঞ্জলী দাস, মনিকা দেবী, বাবলু সিংহ, জয় শমা, পিংকর দেব, তুলশি পাল, মাহমুদা আকতার, সুবাস শর্মা, মনি লাল সিংহ, জ্ঞানঅঞ্জন সিংহ, মহানগর ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খাঁন আকাশ, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রাসেল সহ প্রমুখ।




