মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা সমাজে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন-ড. সৈয়দ শাহ এমরান
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
সিলেট বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেছেন, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রাররা সমাজে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিবাহ একটি পবিত্র সামাজিক বন্ধন- এ ক্ষেত্রে রেজিস্ট্রারদের সততা, দায়িত্বশীলতা ও আইনানুগ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের রাজস্ব খ্যাতেও ম্যারেজ রেজিস্ট্রাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার (১২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এক রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হলরুমে সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ সিলেট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইন মেনে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। সমাজে বাল্য বিবাহ প্রতিরোধ করতে কাজীদের সবসময় সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন, সমাজে ন্যায় ও শৃঙ্খলা বজায় রাখতে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের ভূমিকা অনস্বীকার্য। ইসলাম ও দেশের আইনে যৌতুক দেওয়া ও নেওয়া হারাম। তাই যৌতুক থেকে বিরতে থাকতে হবে।
সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী সৈয়দ মোজাম্মীল উদ্দিন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা কাজী মো. নুরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাওলানা কাজী আব্দুল হাসিব ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাজী মো. আব্দুল হাছিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী জাকারিয়া খান, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা কাজী মো. শরীফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মো. জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা কাজী মোহাম্মদ আমীনুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মো. মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা কাজী মো. সিরাজুল হক, সহ নিরীক্ষণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা উপাধ্যক্ষ কাজী মো. আব্দুল মালিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা কাজী মো. আলতাফুর রহমান, সদস্য মাওলানা কাজী মো. জসিম উদ্দীন, কাজী আবুল কাসেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম সদস্যদের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থ্যতা কামনা করে মোনাজাত পরিচলনা করেন সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. বদরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী মোহাম্মদ আলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা কাজীদের লাইসেন্সের মেয়াদ আমৃত্যু করার জোর দাবী জানিয়ে বলেন, কাজীরা সরকারকে বিভিন্ন ধরণের ট্যাক্স প্রদান করে যাচ্ছেন। অথচ তারা ট্রেজারী বা রাজস্ব খ্যাত থেকে কোন ধরণের বেতন-ভাতা বা পেনশন পান না। আমরা অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানাই।



