বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা আগামীকাল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান’স অ্যাসোসিয়েটস অফিসে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী নেতাদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।



