তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটবাসী-মাহমুদুল হাসান খোকন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
দীর্ঘ বৎসর পর আগামী ২২শে জানুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়াতাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খোকন।
আজ বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা ও স্বাগতম জানান।
মাহমুদুল হাসান খোকন বলেন,সিলেটবাসী বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যেই আলীয়া মাদ্রাসা মাঠ সহ নগরী জনসমুদ্রে পরিনত হবে। সিলেটের সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেখতে ও তার বক্তব্য শুনতে উদগ্রীব হয়ে আছে।আগামীতে সকলের ভালবাসায় ও জনসমর্থনে তারেক রহমান বাংলাদেশ এর প্রধান মন্ত্রী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।



