তারেক রহমানকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের প্রচার মিছিল
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেটের উদ্যোগে প্রচার মিছিল করা হয়েছে ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সিলেটের আদালত প্রাঙ্গণ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নূরুল হক,সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক,সিলেটের জিপি এডভোকেট শামীম সিদ্দিকী,মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী ,এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট খালেদ জোবায়ের,এডভোকেট কামাল হোসেন, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট মহিবুর রহমান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মোশতাক আহমেদ, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট শাহ জাহান সিদ্দিকী, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মনজুর ইলাহী সামি ,এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।
প্রচার মিছিল শেষে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর পূণ্যভূমিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই দিন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটবাসী অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় রয়েছেন। ।




