প্রতীক গ্রহণের মাধ্যমে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল। দলটির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।
আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি দলীয় প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধলীয় প্রতীক গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপস্থিত গণমাধ্যমের সাথে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা আগামী বাংলাদেশের জন্য মেধাবী-জ্ঞানী একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে সুস্থ্যধারার রাজনীতিবীদ, শিক্ষক, চিকিৎসক, বৈজ্ঞানিক। তারাই হবে নতুন বাংলাদেশের কর্ণধার। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, সকল ধর্ম-বর্নের মানুষের জন্য নিরাপদ শান্তির বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।
আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীঞ্জ বিশাল জনপদের জরাজীর্ণ রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্টানের বেহাল দশা।
আমি নির্বাচিত হলে, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে আপ্রাণ চেষ্টা করব। তিনি বলেন, বিগত ১৭বছর বাকশালী-লুটপাটকারী, ফ্যাসিস্টরা উন্নয়নের নামে দেশের মানুষের সাথে প্রতারণা, হাজার হাজার নেতাকর্মী, গুম, খুন, মামলা-হামলা নির্যাতন, নিপিড়নের শিকার হয়েছেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ এর সঠিক জবাব দিবে। ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবকল্যাণমূখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে কাজ করতে চাই। তিনি ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন, তারা এলাকার সার্বিক উন্নয়নে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের।



