সিলেটে ভাবগাম্ভীর্যে সরস্বতী পূজা বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রায় সম্পন্ন
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার শ্রীপঞ্চমী তিথিতে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে শামিল হয়ে আনন্দ ভাগ করে নেন।
সিলেটের শত বছরের ঐতিহ্য বজায় রেখে শনিবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রাটি সিলেট সিটি কর্পোরেশন পয়েন্ট থেকে বের করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
শ্রীশ্রী সরস্বতী পূজা ও শোভাযাত্রা পরিচালনা কমিটির আহ্বায়ক সদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় এই শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী সরস্বতী পূজা ও শোভাযাত্রা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নগরীর বিভিন্ন মণ্ডপ ও প্রতিষ্ঠানের কয়েকশ প্রতিমা অংশগ্রহণ করবে। শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।
শোভাযাত্রা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে এবং ধর্মীয় মর্যাদা বজায় রেখে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এই শোভাযাত্রা। সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই অনুষ্ঠানের মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।



